প্রশ্নঃ হিন্দুদের অনেক রাজা সূর্য বংশীয়।এই বংশ সম্পর্কে জানতে চাই ?
উত্তরঃ
পৌরাণিক ইতিহাস থেকে আমরা দেখতে পাই প্রাচীন কাল থেকে দুটি প্রধান শক্তিশালী রাজবংশ ভারত সাম্রাজ্য পরিচালনা করছে।এই দুটি রাজ বংশের নাম সূর্য বংশ এবং চন্দ্র বংশ। রামায়ণ মহাভারত এবং পুরাণ গুলিতে এই বংশ দুটির শৌর্য, বীর্য, ধর্ম এবং পরাক্রম কীর্তিত হয়েছে। বিভিন্ন পুরাণে এই বংশ দুটির পরম্পরা দেয়া আছে। পুরাণ গুলিতে একই বংশের বর্ণনায় কিছুটা তারতম্য দেখা যায় যেমন – কোন পুরাণে বলা হল পুরুবার পাঁচ পুত্র আবার কোথাও আট। এই বিভ্রান্তির প্রথম কারণ হল এর প্রাচীনত্ব। তবে যারা ইতিহাসের মূল নায়ক তাদের নিয়ে দ্বিমত নেই যেমন- দশরথের পুত্র রাম, পাণ্ডু পুত্র যুধিষ্ঠির প্রভৃতি।
পৌরাণিক ইতিহাস থেকে আমরা দেখতে পাই প্রাচীন কাল থেকে দুটি প্রধান শক্তিশালী রাজবংশ ভারত সাম্রাজ্য পরিচালনা করছে।এই দুটি রাজ বংশের নাম সূর্য বংশ এবং চন্দ্র বংশ। রামায়ণ মহাভারত এবং পুরাণ গুলিতে এই বংশ দুটির শৌর্য, বীর্য, ধর্ম এবং পরাক্রম কীর্তিত হয়েছে। বিভিন্ন পুরাণে এই বংশ দুটির পরম্পরা দেয়া আছে। পুরাণ গুলিতে একই বংশের বর্ণনায় কিছুটা তারতম্য দেখা যায় যেমন – কোন পুরাণে বলা হল পুরুবার পাঁচ পুত্র আবার কোথাও আট। এই বিভ্রান্তির প্রথম কারণ হল এর প্রাচীনত্ব। তবে যারা ইতিহাসের মূল নায়ক তাদের নিয়ে দ্বিমত নেই যেমন- দশরথের পুত্র রাম, পাণ্ডু পুত্র যুধিষ্ঠির প্রভৃতি।
যা হোক সূর্য বংশের কথাতে যাই। প্রজাপতি কশ্যপের পৌত্র বিবস্বান (সূর্য) থেকে সূর্য বংশের উৎপত্তি। এই সূর্য বংশের প্রথম নৃপতি হলেন ইক্ষ্বাকু। তিনি বৈবস্বত মনুর পুত্র। তিনি প্রথম অযোধ্যার সিংহাসনে বসেন। তার প্রধান তিন পুত্র ছিল বিবুক্ষি, নিমি, দন্ডা। বিবুক্ষি অযোধ্যার এবং নিমি মিথিলার রাজা হন। বিবুক্ষির রাজ বংশ থেকেই দশরথ, রামচন্দ্র এবং নিমির বহু পরবর্তী রাজবংশ থেকে জনক প্রভৃতি রাজা হন। এই রাজ বংশ থেকে আর্যাবর্তে অনেক বিখ্যাত রাজ বংশের সৃষ্টি হয় । যেমন যুবনাশ্বের পুত্র– মান্ধাতা, তিনি সম্রাট ছিলেন। পুরাণে তার অনেক প্রশস্তি পাওয়া যায়।
এই বংশের আরেক বিখ্যাত রাজা হলেন রাজা হরিশ্চন্দ্র, যার কথা আমরা
সকলেই জানি। সূর্য বংশে বিখ্যাত রাজা সগর জন্ম গ্রহন করেন। তার পুত্রগণ সাংখ্য দর্শন প্রণেতা মহর্ষি কপিলকে অপমান করাতে ধ্বংস হয়ে ভষ্ম হয়ে যায়। সগর রাজা জানতে পেরে তার পৌত্র অংশুমানকে পাঠান মুনির ক্রোধ নিবারণের জন্যে। অংশুমানের প্রশস্তিতে মুনি খুশি হন এবং বর দেন তার পৌত্র ভগীরথ স্বর্গ থেকে গঙ্গা মর্তে এনে তার পূর্ব পুরুষ অর্থাৎ সগর রাজার পুত্রদের রক্ষা করবে। আমরা ভাগীরথের মর্তে গঙ্গা আনবার কাহিনি জানি। ভাগীরথের তপস্যায় ভগবান শিব তার জটাতে চির কল্লোলিনী মা গঙ্গাকে ধারণ করেছিলেন।
এই বংশের আরেক বিখ্যাত রাজা হলেন রঘু, যিনি রঘু বংশের প্রতিষ্ঠাতা, তিনিও সূর্য বংশের আগেই বলেছি। এই রঘু বংশে ভগবান শ্রী রামচন্দ্র জন্ম গ্রহণ করেন। রামচন্দ্রের জীবনী নিয়ে রামায়ণ যা জগত বিখ্যাত। অপরদিকে সূর্য বংশীয় মহারাজ নিমির সপ্তবিংশতি(২৭) পুরুষ রাজা জনক, যিনি মা সীতার বাবা। এই হল অতি সংক্ষেপে সূর্য ও তার বিখ্যাত রাজন্য বর্গের বর্ণনা ।